Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে উত্তরাসহ আ*ট*ক ৪

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ | ১০:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে উত্তরাসহ আ*ট*ক ৪

Manual2 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

জকিগঞ্জে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (৭ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১০ বোতল বিদেশি মদ ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

আটককৃতরা হলেন, সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫), মানিকপুর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে রাহেল আহমদ (৩৫) এবং ছালিয়াকাঁপন গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুহুল আমীন (৩৩)।

 

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ টিম পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

 

Manual7 Ad Code

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জকিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Manual3 Ad Code

এদিকে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। সম্প্রতি সিলেট জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জকিগঞ্জে মাদক নির্মূলে আরও কঠোর অভিযানের দাবি উঠেছিল। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মাদক দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

 

মতবিনিময় সভা ও চলমান অভিযানের প্রেক্ষাপটে স্থানীয়দের আশা, জকিগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।

শেয়ার করুন