জকিগঞ্জে ৬৮ কেন্দ্রে ১২ হাজার ভোটে এগিয়ে লোকমান
০৫ জুন ২০২৪, ০৮:০১ অপরাহ্ণ
কানাইঘাট ও জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটে বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয় ভোট গ্রহণ। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।
এর মধ্যে জকিগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে ১২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ)।
সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ৬৮ কেন্দ্রের ফলাফল অনুযায়ী- লোকমান উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ২৩৩ ও মাওলানা বিলাল আহমদ ইমরান পেয়েছেন ১৫ হাজার ৯৪৭টি ভোট।
জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।