জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

Daily Ajker Sylhet

admin

১৯ এপ্রি ২০২৫, ০৬:১৫ অপরাহ্ণ


জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

জগন্নাথপুর সংবাদদাতা:
সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামী উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার পুত্র সৈয়দ ছাহিদ।

অপরদিকে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী উপজেলার হাসান ফাতেমাপুর গ্রামের মৃত আব্দুস শহীদের পুত্র মোঃ হাফিজুর রহমান, উপজেলার পীরেরগাঁও গ্রামের ইছাক আলীর পুত্র সেবুল মিয়া, রতন মিয়া, জীবন মিয়া, নলুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল বাতিনের পুত্র আব্দুল হক টুনু ও একই গ্রামের এবারক উল্ল্যাহর পুত্র মধু মিয়া।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় জিআর ও নন জিআর মামলা ছিল। শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

Sharing is caring!