সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম।
এ ঘটনায় লেগুনা চালক ও অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলী। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।
এ ঘটনায় লেগুনার ৬ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।