Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ২০ বছর পর সাজা প্রাপ্ত ধর্ষণকারী গ্রেফতার

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০৪:২১ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ০৪:২১ অপরাহ্ণ

ফলো করুন-
জগন্নাথপুরে ২০ বছর পর সাজা প্রাপ্ত ধর্ষণকারী গ্রেফতার

Manual7 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
নাম পরিচয় গোপন করে রক্ষা পায়নি কুখ্যাত ধর্ষণকারী। বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘ দিন পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual3 Ad Code

পালিয়ে থাকার দীর্ঘ ২০ বছর পর দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে বিশ্বজিৎ চৌধুরী (৪৬)।

Manual5 Ad Code

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা করেন ওই ধর্ষিতা। এরপর থেকেই মামলার প্রধান আসামি বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন। ৪ বছর পর তার অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Manual2 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর বিশ্বজিৎ প্রথমে ভারতে চলে যায়। কয়েকবছর পর সে দেশে ফিরে হবিগঞ্জে তার নাম পরিচয় গোপন রেখে ছদ্মনাম ধারণ করে ।পরে সেখানে বিয়ে করে ভিডিও ক্যামেরাম্যানের কাজ করে আসছিল।

Manual5 Ad Code

ওসি বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধর এর দিক নির্দেশনায় দীর্ঘ প্রচেষ্টার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ ও সজিব মিয়ার নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন