Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০৫:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

Manual3 Ad Code

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওবায়েদ উল্লাহ সাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালে ৫ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০ নম্বর গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামে টিউবয়েল বসাতে আসা শ্রমিক রাসেল হাওলাদার, শাহীন, বেল্লাল, ইদ্রিস মিলে ওই এলাকার ভাড়ায় মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ প্রিন্সকে (২৬) মাথায় আঘাত করে হত্যা করে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। এ ঘটনায় ফয়সাল আহমেদ প্রিন্সের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে ২০১৯ সালের ৬ মার্চ বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানা পুলিশ ২০২০ সালের ৩১ জুলাই মাসে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। পরবর্তীতে আদালত ২৮ জন স্বাক্ষির মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় প্রদান করেন।

এ ঘটনায় আরও এক আসামি সৈয়দ মৃধা খলিলকে খালাস দিয়েছে আদালত। রায়ে সন্তোস প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের বাবা শহিদুল ইসলাম।

Manual3 Ad Code

শেয়ার করুন