জন্মদিনে জেল থেকে জ্যাকুলিনকে চিঠি, যা লিখলেন সুকেশ

Daily Ajker Sylhet

admin

২৬ মার্চ ২০২৩, ১২:০৮ অপরাহ্ণ


জন্মদিনে জেল থেকে জ্যাকুলিনকে চিঠি, যা লিখলেন সুকেশ

বিনোদন ডেস্ক:
২০০ কোটি টাকা কেলেঙ্কারীর মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ২৫ মার্চ সুকেশের জন্মদিন ছিল। জন্মদিনে তিহার জেল থেকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে চিঠি লিখেছেন তিনি।

সুকেশ জ্যাকুলিনের জন্য লেখেন, ‘আমার বোম্মা, জন্মদিনে তোমার অভাব বোধ করছি। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। যা ভাষায় প্রকাশ করার ক্ষমতাও আমার নেই। তবে আমি জানি, আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি, তোমার সুন্দর হৃদয়ে কী আছে! আমার প্রমাণের দরকার নেই। আমার কাছে তোমার ভালবাসাই সব। আমার এমন সুন্দর একটা মন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

শেষে সুকেশের সংযোজন, ‘তোমার ভালবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’

উল্লেখ্য, তেলুগু ভাষায় ‘বোট্টা বোম্মা’ শব্দবন্ধটির অর্থ ‘সুন্দর পুতুল’।

আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোর পর থেকে সুকেশকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন অভিনেত্রী। তবে জ্যাকুলিনের হাত যে এখনই ছাড়ছেন না সুকেশ, তা জেলে বসেই বার বার প্রমাণ করে দিচ্ছেন তিনি।

 

Sharing is caring!