Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আওয়ামীলীগ

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আওয়ামীলীগ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই বৈঠক হয়। জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে গুলশানের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা।

Manual6 Ad Code

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সম্পর্কে জানতে চাইলে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় পার্টির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Manual3 Ad Code

একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে এবং জনগণের মেন্ডেট নিয়ে জাতীয় সংসদে নিজেদের অবস্থান সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ার করুন