জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন বিয়ানীবাজারের শাহরিয়ার ইমন (সানি)

{"data":{"pictureId":"f860c98b4bcd4423a3feeea520847315","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারের কৃতি সন্তান শাহরিয়ার ইমন (সানি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শাহরিয়ার ইমন (সানি) ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার একজন সমন্বয়ক, পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্র অধিকার পরিষদ থেকে। সেখানে তিনি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও সামাজিক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকা শাহরিয়ার ইমন এখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। তাঁর এই অগ্রযাত্রায় অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।