Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ০৯:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ৮-১২ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আর একইদিনে অনুষ্ঠেয় দুই ভোটের তপশিল ঘোষণা করা হবে আগামী ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে। দুই ভোট একসঙ্গে হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর চিন্তা-ভাবনাও করেছ নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার সমকালকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, আগামী ৭ ডিসেম্বর সভা করবে নির্বাচন কমিশন। সেই সভায় তপশিল ও নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual7 Ad Code

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, দুই ভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা বাড়ানোর বিষয়েও পরিকল্পনা চলছে। ইসি’র সভায় এ বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। মক ভোটিং-এর অভিজ্ঞতা থেকে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নয়, ভোটদানের জন্য গোপনকক্ষের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা তো আগেই বলেছি, রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিও যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১২ তারিখের মধ্যে পড়ে। সেটা ৮ ফেব্রুয়ারি থেকে এক দুইদিন পর কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দু’দিন আগেও হতে পারে।’

তিনি বলেন, ‘আর তপশিলের কথা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এটা ঘোষণা করা হবে। সে হিসেবেও এটা ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হয়।’

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে চূড়ান্ত হবে।

Manual5 Ad Code

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গোপনকক্ষ আমরা দ্বিগুণ (প্রতিটি ভোটকক্ষে একটির জায়গায় দু’টি গোপনকক্ষ) করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো চূড়ান্ত হয়নি। এটাও আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।’

আগামী বছরের রোজার আগে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই নিয়ে আসছিল ইসি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের কথা জানান। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

Manual2 Ad Code

শেয়ার করুন