Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামাইয়ের হাতে শ্বশুর খুন

admin

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
জামাইয়ের হাতে শ্বশুর খুন

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে কন্যা সন্তানের জন্ম নিয়ে পারিবারিক কলহের জেরে জামাই’র হাতে শ্বশুর খুন হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামে শনিবার (১৫ এপ্রিল) রাতে সিএনজি অটোরিকশাচালক সেলিম আহমদের এলোপাতাড়ি দায়ের কুপে তার শ্বশুর মকবুল মিয়া আহত হলে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

এই ঘটনায়, আরো ২ জন আহত হয়েছেন। আহতরা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, কিছুদিন হলো সেলিম আহমদের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। মেয়ে সন্তান জন্ম হওয়ায় মেনে নিতে পারেনি সেলিম ও তার পরিবার। মনঃক্ষুণ্ন হয়ে কয়েকদিন ধরে বাড়িতে আসেননা সেলিম। এই খবরে শ্বশুর বাড়ির লোকেরা আসলে সেলিমের পরিবারের সাথে বিরোধ বাঁধে শ্বশুর মকবুল মিয়া ও তার ছেলের। শ্বশুর আসার খবর পেলে বাড়িতে এসে শ্বশুর ও শালাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় তারা। আহত অবস্থায় শ্বশুর মকবুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

পুলিশ এই ঘটনায় ঘাতক সেলিম ও তার ছোট ভাইকে আটক করে পুলিশে হেফাজতে রেখেছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

এই ঘটনায় সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে ২ জন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘাতক জামাই সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন