Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ: হামিদুর রহমান

admin

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
জামায়াতসহ ৮ দলকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষায় দেশের মানুষ: হামিদুর রহমান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলকে ক্ষমতায় দেখতে দেশের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাঃকারে এ মন্তব্য করেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা।

Manual5 Ad Code

বিভিন্ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, জরিপই যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারতো, তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন থাকতো না।

Manual6 Ad Code

হামিদুর রহমান আযাদ জানান, অতীতের অনেক জরিপের ফলাফল নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। জোট সরকারে থাকলেও তৎকালীন সরকারের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না তার দল।

Manual5 Ad Code

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে বিএনপি দুর্নীতি- সন্ত্রাসে জড়িয়ে পড়েছে, তাতে ক্ষমতায় গেলে তারা অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না। এসময় প্রতিহিংসার রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক প্রতিযোগিতার রাজনীতি করতে বিএনপি নেতাদের আহ্বান জানান হামিদুর রহমান আযাদ।

শেয়ার করুন