Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতেরও ফের দুদিন অবরোধের ডাক

admin

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩ | ০৪:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ | ০৪:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
জামায়াতেরও ফের দুদিন অবরোধের ডাক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ঘোষণার পর এবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Manual8 Ad Code

বিবৃতিতে জামায়াত তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (৩ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান। সেইসঙ্গে রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দলটি।

এর আগে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধে সারাদেশে কর্মসূচি পালন করে জামায়াত।

Manual4 Ad Code

শেয়ার করুন