Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জীবনের শেষ নির্বাচন জানিয়ে নৌকায় ভোট চাইলেন নাহিদ

admin

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪ | ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪ | ১২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
জীবনের শেষ নির্বাচন জানিয়ে নৌকায় ভোট চাইলেন নাহিদ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জীবনের শেষ নির্বাচন জানিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামীলীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এবারের নির্বাচনে জয়লাভ করলে অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সমাপ্ত করা হবে। বিশেষ করে রাস্থাঘাটের উন্নয়ন ত্বরাণ্বিত হবে। সিলেট-চারখাই সড়ক ৬ লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য রাস্থাগুলোর কাজ চলছে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, বিয়ানীবাজারের উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আরেকটিবার তাঁকে বিজয়ী করার আহবান করেন তিনি।

Manual7 Ad Code

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সমালোচনায় আমার কিছু আসে-যায়না। কারণ আমি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় ধরে এই জনপদের সংসদ সদস্য থাকাকালে তিনি এলাকার মানুষের জন্য কোন বদনাম নিয়ে আসেননি বলে উল্লেখ করেন। নুরুল ইসলাম নাহিদ গত বুধবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে নৌকার শেষ নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

Manual4 Ad Code

নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যকালে সিলেট-৬ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে দেশব্যাপী বিনামূল্যে বই বিতরণসহ সরকারের অন্যান্য জনবান্ধব কাজের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, এটি শেষ নির্বাচন হলেও তিনি আওয়ামীলীগের একজন কর্মী হয়ে থাকবেন।

এদিকে নৌকার শেষ নির্বাচনী সভা উপলক্ষ করে বুধবার দুপুর থেকে বিয়ানীবাজার পৌরশহরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল-শোডাউন করেন।

শেয়ার করুন