Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ী নদী থেকে লুট হওয়া বালু জব্দ : জরিমানা

admin

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ০৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ | ০৫:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ী নদী থেকে লুট হওয়া বালু জব্দ : জরিমানা

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে নদী থেকে উত্তোলিত বালু জব্দ করে উত্তোলনকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরিমানা করেন।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম নিবাসী ফিরুজ মিয়ার পুত্র রিয়াজ মিয়া জুড়ী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা বুঝাই করে নিয়ে যাচ্ছিলেন। শনিবার রাতে স্থানীয় লোকজন কামিনীগঞ্জ বাজার এলাকায় নৌকাটি আটক করেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন- জুড়ী নদী বালু কোয়ারী ইজারা না হওয়ায় বন্ধ আছে। এমতাবস্থায় রিয়াজ মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন