Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি বড় কোনো ইস্যু নয়। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করছি, এনসিপিসহ অন্যান্য দলও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।’

Manual3 Ad Code

এ সময় ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা ও সংযম বজায় রাখারও অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন