Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুর পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক

admin

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ০৫:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ | ০৫:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুর পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি আটক

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর মডেল থানা কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় দুটি স্কুটি আটক করেছে।
পুলিশ সূত্রে জানায়, ১৪ আগষ্ট বৃহস্পতিবার রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিত্ব সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা দুটি স্কুটি আটক করা হয়। এদিকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে নিয়ে আসা চোরাকারবারীরা তাৎক্ষনিক চেকপোস্ট দেখে স্কুটি ফেলে দ্রুত প্রাণ রক্ষা করে পালিয়ে যায়। পুলিশ স্কুটি দুটি আটক করে থানা হেফাজতে নেয়।

Manual1 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ১মিনিটের মধ্যে থানার সম্মুখে সিলেট তামাবিল মহাসড়কে তাৎক্ষনিক চেকপোস্ট বসিয়ে অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা দুটি স্কুটি আটক করি। এসময় চোরাকারবারীরা চেকপোস্ট দেখে স্কুটি ফেলে দ্রুত পালিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে চোরাকারবারীদের বিরোধে ব্যবস্থা গ্রহন করব। আটক স্কুটি দুটি জব্দ করা হয়েছে। আমাদের চোরাচালান বিরোধী অভিযান চলমান আছে।

Manual2 Ad Code

শেয়ার করুন