টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
২১ অক্টো ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নেদারল্যান্ডস। শনিবার (২১ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ে ফুরফুরে মেজাজে নেদারল্যান্ডস। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে কোনঠাসা শ্রীলঙ্কা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নদের।
শ্রীলঙ্কা একাদশ:
কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও ধুশান হেমন্ত।
নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও দাউদ, কলিন আক্রম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এনগেলব্রেচন্ট, রোলেফ ভ্যান ডার ম্যারে, লোগান বিক, আরিয়ান ডুট, পল ভ্যান মিকিরিন।