Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিএসসিতে বড় পর্দায় দেখাচ্ছে শেখ হাসিনার রায়

admin

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
টিএসসিতে বড় পর্দায় দেখাচ্ছে শেখ হাসিনার রায়

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‌মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রায় বড় পর্দায় দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

Manual5 Ad Code

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বড় জায়ান্ট স্ক্রিনে টিএসসির পায়রা চত্বরে এই লাইভ সম্প্রচার করা হচ্ছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় তারা ‌‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’ ‘লীগ ধর, জেলে ভর’ সহ নানা স্লোগান দেয়।

Manual6 Ad Code

ঢাবি শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, জুলাইয়ে আমাদের ভাইকে যারা খুন করেছে সেই খুনের মাস্টারমাইন্ড খুনি হাসিনা। হাসিনার সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে সেই প্রত্যাশা নিয়ে আছি। একই সাথে আমাদের এই জেনারেশনেই খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে।

Manual2 Ad Code

সাইদুজ্জামান নূর আলভী বলেন, আওয়ামী লীগ ও খুনি হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন করেছে। ১৭ বছরে গুম, খুনসহ নানা অপরাধ করেছে। তারপর জুলাইতে যে তারা গণহত্যা চালিয়েছে। তার দায়ের খুনি হাসিনার রায়ের জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আমরা তার ফাঁসির রায় দেখার জন্যই অপেক্ষা করে আছি।

Manual4 Ad Code

এদিকে রোববার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম সামাজিক মাধ্যমে জানান, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় খুনি হাসিনার রায় ঘোষণা হবে। হাসিনার অপরাধের সাক্ষী পুরো জুলাই প্রজন্ম। রক্তপিপাসু হাসিনাকে তার ন্যায্য পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার প্রতীক্ষায় গোটা জাতি। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আমরা তার রায় কার্যকরও করবো।

শেয়ার করুন