Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিকিট যার, ভ্রমণ তার,’ সিলেটে রেলস্টেশনে প্রশাসনের অ*ভি*যা*ন

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১২:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ১২:১৪ পূর্বাহ্ণ

ফলো করুন-

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে চলা টিকিট কালোবাজারির দৌরাত্ম রোধে অবশেষে নেমেছে প্রশাসনের কঠোর নজরদারি। ‘টিকিট যার, ভ্রমণ তার’-এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন চালু করেছে পাঁচ দিনব্যাপী বিশেষ অভিযান। যেখানে এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনে উঠলেই দিতে হবে জরিমানা।

 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী শুরু হওয়া এই অভিযানে প্রথম দিনেই টিকিটে নামের অমিল, এনআইডি না থাকা এবং বিনা টিকিটে ভ্রমণের দায়ে অন্তত ২০ যাত্রীকে ১০ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী ট্রেনের যাত্রীদের টিকিট যাচাই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব ও শিহাব সারোয়ার অভি। অভিযানকালে টিকিটে নামের অমিল ও বিনা টিকিটের দায়ে ২০ জনের মতো যাত্রীকে  ১০ হাজার টাকার মতো জরিমানা করা হয়। পরে দুপুর ১২টার ও বিকেল ৩টার দিকে ঢাকাগামী ট্রেনের যাত্রীদেরও টিকিট যাচাই করা হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারোয়ার অভি বলেন, ‘টিকিটে উল্লেখিত নামের সঙ্গে যাত্রীর নামের অমিল ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় দুপুর পর্যন্ত অন্তত ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। প্রতিজনকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের সময় সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলামসহ রেল কর্মকর্তা, র‌্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।’

 

Manual8 Ad Code

উল্লেখ্য, সিলেট রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি ঢাকা—সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে আরও টিকিট কালোবাজারিদের দৌরাত্ম আরও বেড়ে যায়।

 

Manual5 Ad Code

যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে টিকিট বিক্রি শুরু হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকিট শেষ হয়ে যায়। কিন্তু পরে সেটি দ্বিগুণ দামে কালোবাজারে পাওয়া যায়। এই অনিয়ম ও টিকিট কালোবাজারিদের ঠেকাতে মাঠে নামেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম।

শেয়ার করুন