Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার বাংলাদেশের সৈকত

admin

প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার বাংলাদেশের সৈকত

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
উদ্বোধন অনুষ্ঠান ছাড়াই শুরু হলো আইসিসিরি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর নবম আসর। আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় কানাডা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। এ ম্যাচ দিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে আম্পায়ারিংয়ের সুযোগ পান শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

উদ্বোধনী ম্যাচেই অন-ফিল্ডে ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড কিথ ইলিংয়োর্ডের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি।

Manual1 Ad Code

এর আগে ভারত বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে নিজের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার প্রমাণ দেন তিনি। সেই দক্ষতার প্রমাণস্বরূপ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি।

Manual3 Ad Code

শরফুদ্দৌলা সৈতক অস্ট্রেলিয়ার মাটিতে গত ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথমটিতে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন। পরে ব্রিসবেনে দিবারাত্রির টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ম্যাচ পরিচালনা করেন সৈকত।

গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি। সেই সঙ্গে ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচসহ তিন ম্যাচে চতুর্থ আম্পায়ার এবং তিন ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈকত।

Manual5 Ad Code

শেয়ার করুন