টি-টোয়েন্টি বিশ্বকাপ : সাকিবের অন্যরকম ‘ফিফটি’

Daily Ajker Sylhet

admin

২৩ জুন ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ


টি-টোয়েন্টি বিশ্বকাপ : সাকিবের অন্যরকম ‘ফিফটি’

স্পোর্টস রিপোর্টার:
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলেছেন সাকিব আল হাসান। আর সব আসর মিলিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। তবে এবারের আসরটি তার বল হাতে ভালো যাচ্ছে না। তারপরও ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ছুঁয়েছেন এক মাইল ফলক।

বল হাতে টি-টোয়েটি বিশ্বকাপে তুলে নিয়েছেন উইকেটের ‘ফিফটি’। এ রেকর্ডে টাইগার অলরাউন্ডারের ধারে কাছেও নেই কোনো বোলার। এবারের আসর শুরু করার আগেই দেশসেরা অলরাউন্ডার ৪৭ উইকেট নিয়ে ছিলেন সবার ওপর। চলতি আসরে ছিল তার ফিফটি করার লক্ষ্য। তবে সময়টা তার পক্ষে ছিল না। এতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাকে বল হাতে খুব বেশি একটা দেখা যায়নি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে দুই উইকেট তুলে নিয়ে ছিলেন উইকেটের ফিফটির অপেক্ষা। সেটি তিনি পূরণ করেছেন গতকাল ভারতের বিপক্ষে।

গতকাল টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ ওভারে নিজের দ্বিতীয় ওভারের বল করতে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। আর তাতেই পূরণ হয় তার উইকেটের ফিফটি। ফেরান ভারতের হিটম্যান খ্যাত রোহিত শর্মাকে। আর তাতেই সাকিব গড়ে ফেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক মাত্র বোলার হিসেবে ৫০ উইকেট, এ কীর্তি গড়েছেন তিনি ৪২ ম্যাচে ৪০ ম্যাচে।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি ৩৪ ম্যাচে শিকার করেছিলেন ৩৯ উইকেট। এছাড়া লঙ্কান কিংবদন্তি বলার ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছিলেন। এই দুই লম্বা সময় আগে ক্রিকেটকে বিদায় বলেছেন।
এদিকে ভারতের বিপক্ষে আর একটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁতেন সাকিব। যেহেতু তিনি পারেননি, তাই তাকে অপেক্ষা করতে হবে আরো একটি উইকেটের জন্য। এ তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ১২৮ ম্যাচে ১২৫ ইনিংসে তার উইকেট ১৪৯টি। এ তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। ১২৬ ম্যাচের মধ্যে ১২৩ ইনিংসে তিনি উইকেট শিকার করেছেন ১৬৪টি। যদিও এ তালিকায় সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন আফগান তারকা স্পিনার রশীদ খান। তার ৯০ ম্যাচে উইকেট শিকারের সংখ্যা ১৪৭, অর্থাৎ সাকিবের থেকে মাত্র দুই উইকেট কম। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।

Sharing is caring!