Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট খেলতে নিউজিল্যান্ড দল সিলেটে আসছে আজ

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
টেস্ট খেলতে নিউজিল্যান্ড দল সিলেটে আসছে আজ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ঢাকা পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। সিলেট থেকে সফর শুরু হওয়ায় ঢাকা থেকে আজ বুধবার (২২ নভেম্বর) সিলেটে আসছে দলটি।

বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে তারা। বিমানবন্দর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল চলে যাবে হোটেলে।

Manual3 Ad Code

গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে আজ বিশ্রাম করবে দলটি।

এর পরের দুই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ২ এ অুনশিলন করেব নিউজিল্যান্ড। একদিন বিশ্রাম নিয়ে এর পরের দুই দিন আবার অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দলটি।

আর বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে ২৩ নভেম্বর থেকে। স্বাগতিকরাও ২২ নভেম্বর সিলেট আসতে পারে।

Manual7 Ad Code

এটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ বাংলাদেশের।

Manual3 Ad Code

বাংলাদেশ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ড স্কোয়াড :
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নীল ওয়াগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

Manual1 Ad Code

শেয়ার করুন