Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টোকিওতে হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক আজ

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
টোকিওতে হাসিনা-কিশিদা শীর্ষ বৈঠক আজ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বুধবার (২৬ এপ্রিল) শীর্ষ বৈঠকে বসছেন। টোকিও’র স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। শীর্ষ বৈঠক থেকে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে ঢাকা-টোকিও।

চারদিনের সফরে মঙ্গলবার (২৫ এপ্রিল) টোকিও পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জাপান পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

Manual1 Ad Code

টোকিও সফরের দ্বিতীয় দিন বুধবার ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর জাপান সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন। শীর্ষ বৈঠক শেষে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে উভয়পক্ষ। পরে জাপানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ২৬ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক হবে। বৈঠক শেষে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি এবং সাইবার সিকিউরিটি কো-অপারেশন নিয়ে সেক্টরে প্রায় ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Manual3 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর সফর সফল এবং ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।

Manual1 Ad Code

 

শেয়ার করুন