ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের

Daily Ajker Sylhet

admin

০৩ জুলা ২০২৪, ০৩:১৬ অপরাহ্ণ


ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের পুত্র। সে উল্টে যাওয়া টমটম (ইজিবাইক) এর চালক ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহি টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের।

বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

Sharing is caring!