Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নোবেল প্রাপ্তি নিয়ে ম্যাক্রোঁর খোঁচা

admin

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের নোবেল প্রাপ্তি নিয়ে ম্যাক্রোঁর খোঁচা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চান। পাশাপাশি তিনি নোবেল পুরস্কার অর্জন করতে চান। এবার এ বিষয়টি নিয়ে তাকে খোঁচা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, এটা তখনই সম্ভব হবে যখন তিনি (ট্রাম্প) যুদ্ধ থামাতে পারবেন। মূলত, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে ইঙ্গিত করে ম্যাক্রোঁ এ কথা বলেন।

Manual2 Ad Code

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে।

ওই সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি সক্রিয়, যিনি শান্তি চান, যিনি নোবেল শান্তি পুরস্কারও চান। কিন্তু এই পুরস্কার তখনই সম্ভব, যদি আপনি এই যুদ্ধ থামাতে পারেন।

Manual7 Ad Code

তিনি ট্রাম্পকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে গাজায় সামরিক অভিযান বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বার বার করা মন্তব্য প্রসঙ্গে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানেই হামাসকে পুরস্কৃত করা নয়। বরং এই সিদ্ধান্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করবে এবং হামাসকে আলাদা করে দেবে।

Manual6 Ad Code

শেয়ার করুন