ডিএমপি কমিশনারকে আইজিপি পদে ভূতাপেক্ষ পদোন্নতি

Daily Ajker Sylhet

admin

২৪ মার্চ ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ


ডিএমপি কমিশনারকে আইজিপি পদে ভূতাপেক্ষ পদোন্নতি

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে পুলিশের আইজি (সিনিয়র সচিব পদমর্যাদায়) হিসাবে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে, ২০১৭ সালের ১২ জানুয়ারি থেকে তাকে আইজিপি হিসাবে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। প্রাপ্যতা অনুসারে তিনি বকেয়া বেতন ভাতা ও পেনশন সুবিধাসহ আর্থিক সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সি.স. পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।’

এর আগে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পান শেখ মো. সাজ্জাত আলী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশির ভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়।

Sharing is caring!