স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় সাইবার সুরক্ষা আইনে মামা দায়ের করে। এরআগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানাধীন খাসদবির পয়েন্ট থেকে জুয়া খেলার সামগ্রীসহ দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার দিরাই থানার রফিকুল ইসলামের ছলে জসিম আহমেদ (২৭), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার পাছেরকান্দা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে নূর ইসলাম (৫৮)।
গোয়েন্দা পুলিশের পৃথক আরেকটি দল কোতোয়ালি থানাধীন কানিশাইল জেলা পরিষদ মার্কেটের সামন থেকে জুয়া খেলার সময় আরও চার জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুরের উত্তর বরদল কাসতাল গ্রামের মৃত মলু হোসেনের ছেলে জজ মিয়া (৫৪), নবীগঞ্জের চৈতন্য জালালপুর সৈয়দপুরের কালাই মিয়ার ছেলে মোঃ আলী আহমদ (৩৭), দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে হুমায়ুন কবির (৬০) ও ধর্মপাশার সেমাইকোনা গ্রামের মৃত জীবন রায়ের ছেলে মিন্টু রায় (৪৯)।এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশেল উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।