Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসির ঘোষনার পর অভিযান : সিলেট রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

admin

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ০২:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ০২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
ডিসির ঘোষনার পর অভিযান : সিলেট রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‍দুপুরে এই অভিযান শুরু করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সড়ে যাওয়ার জন্য।

২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।

Manual5 Ad Code

এর আগে গত ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন সিলেটে কোন অবৈধ স্থাপনা থাকবে না। বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো শিগগির উচ্ছেদ করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিসি বলেন, “সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

Manual8 Ad Code

শেয়ার করুন