ঢাকায় ফেরার পথে মা-ছেলে নিহত, বাবা-মেয়ে আহত

Daily Ajker Sylhet

admin

১৭ এপ্রি ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ


ঢাকায় ফেরার পথে মা-ছেলে নিহত, বাবা-মেয়ে আহত

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কুমারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলচালক স্বামী ও মেয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত মায়ের নাম সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৮ মাস বয়সি শিশুপুত্র মোহাম্মদ মীর। নিহতরা যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান। এ সময় নিহতের স্বামী আজমিন (৪৫) ও কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার তার স্বামী সন্তানদের নিয়ে স্বামীর বাইকে চেপে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Sharing is caring!