বিনোদন প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের শুটিং শুরুর লক্ষ্যে গত ৪ অক্টোবর সিনেমাটির একটি টিম ভারত থেকে বাংলাদেশে এসেছে।
এই সফরে তারা শুটিং লোকেশন দেখার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সব কিছু ঠিক থাকলে আসছে মাসে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন তিনি।
এ প্রসঙ্গে শুভ বলেন, ‘এরইমধ্যে আমাকে নভেম্বর-ডিসেম্বর একটানা শুটিংয়ের কথা বলা হয়েছে। তবে চলতি মাসে শুটিং ইউনিটে ঢুকে যেতে হবে। ঠিক কোন তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে সেটা বলতে পারছি না। কারণ সিনেমাটির কো-টিম বাংলাদেশ সফর করছে। তারা পর্যবেক্ষণের পর হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে সফররত টিমের সঙ্গে আসেননি ‘বঙ্গবন্ধ’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল। নির্মাতার না আসার কারণ জানতে চাইলে শুভ বলেন, ‘শ্যাম বেনেগাল স্যার বয়স্ক একজন মানুষ। তাছাড়া উনি আগে বাংলাদেশে বারবার এসে সব কিছু দেখে গেছেন। তাই এবার টিম পাঠিয়েছেন। এই টিম সিনেমাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ।’
উল্লেখ্য, শ্যাম বেনগালের পরিচালনায় সিনেমাটিতে চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী কাজ করছেন। সব কিছু ঠিক থাকলে ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।