Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ২৮ মামলা: বিএনপির শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতা আসামি

admin

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকায় ২৮ মামলা: বিএনপির শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতা আসামি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার”
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় ২৮টি মামলা হয়েছে। এসব মামলায় বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মামলাগুলো দায়ের করা হয়।

এসব মামলায় পুলিশকে হত্যা, হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাধা, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়াসহ নানা অভিযোগ আনা হয়। বিএনপির শীর্ষস্থানীয় বেশিরভাগ নেতাকে কোনো না কোনো মামলার আসামি হিসেবে দেখানো হয়েছে।

Manual6 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ হত্যাসহ অন্তত চারটি মামলায় আসামি করা হয়েছে। তাকে এখন কারাগারে রাখা হয়েছে। এর আগে গতকাল রমনা থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Manual3 Ad Code

মির্জা ফখরুল ছাড়াও আসামির তালিকায় রয়েছেন- মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু, জয়নুল আবদিন ফারুক, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মাহবুব উদ্দিন খোকনসহ অনেকেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, ডিএমপির রমনা বিভাগে ১টি, মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় ১১টি, ওয়ারীতে ৩টি, তেজগাঁওয়ে ২টি, মিরপুরে ৭টি, গুলশানে ৩টি ও উত্তরা বিভাগে ১টি মামলা করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন