Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ-র‍্যাবও

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকা ও আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক পুলিশ-র‍্যাবও

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম চলবে।

Manual8 Ad Code

রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

আগামীকাল ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, ‘১৩ নভেম্বরকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।’

Manual3 Ad Code

তিনি আরও জানান, সাম্প্রতিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, ‘এই তেল ব্যবহার করেই অনেক সময় নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটানো হয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নেই। তিনি বলেন, ‘বড় কোনো মিছিল হচ্ছে না, কেবল কিছু জায়গায় আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগুলো যাতে আর না ঘটে, সে জন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Manual3 Ad Code

১৩ নভেম্বরকে ঘিরে কোনো আতঙ্কের কারণ নেই জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, ‘ঢাকাবাসীকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য ঢাকায় মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’

তিনি নাগরিকদের উদ্দেশে আহ্বান জানান, সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে। তার স্পষ্ট বক্তব্য, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

Manual1 Ad Code

শেয়ার করুন