Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৯ নভেম্বর

admin

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ৯ নভেম্বর

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল। সাক্ষাতে তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রতিনিধি দলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

Manual3 Ad Code

আজ শনিবার ইসির কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির সঙ্গে সাক্ষাৎ করবেন চার নির্বাচন কমিশনার। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সূত্রে আরো জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সব কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

Manual4 Ad Code

সাক্ষাতের বিষয় ইসির একাধিক কর্মকর্তা বলেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের আয়োজন করা হয়। এবারও তাই করা হচ্ছে।

Manual3 Ad Code

শেয়ার করুন