Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা: ৮ মে সিলেটের ১১ উপজেলায় ভোট

admin

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৮:০৬ অপরাহ্ণ | আপডেট: ২১ মার্চ ২০২৪ | ০৮:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
তফসিল ঘোষণা: ৮ মে সিলেটের ১১ উপজেলায় ভোট

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ১১টিসহ দেশের ১৫২ উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই উপজেলাগুলোর মধ্যে ১৩০টি হবে ব্যালট পেপারে, বাকি ২২টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Manual2 Ad Code

প্রথম ধাপে হবে সিলেট বিভাগের ১১টি উপজেলা নির্বাচন। এরমধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২১ মার্চ) ২৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিলেট বিভাগের উপজেলাগুলো হচ্ছে- সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা; সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা; মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা; হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং।

Manual6 Ad Code

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। ভোট হবে ৮ মে।

Manual2 Ad Code

মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন