তরুণদের কাছ থেকে উপঢৌকন নেয়া বিয়ানীবাজারের নারী এএসআই বদলী

Daily Ajker Sylhet

admin

২৫ এপ্রি ২০২৩, ০৭:৫২ অপরাহ্ণ


তরুণদের কাছ থেকে উপঢৌকন নেয়া বিয়ানীবাজারের নারী এএসআই বদলী

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানায় কর্মরত এক মহিলা এএসআইকে বদলী করা হয়েছে। নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
অবশ্য পুলিশের দাবী, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে মহিলা এএসআইকে বদলী হয়েছেন।

সূত্র জানায়, বিয়ানীবাজার থানায় দীর্ঘসময় কর্মরত থাকাকালে স্থানীয় বহু তরুণের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন। সর্বশেষ উপজেলার ঘুঙ্গাদিয়া এলাকার ট্রাভেল ব্যবসায়ী এক তরুণের কাছ থেকে ফ্রিজ উপঢৌকন হিসেবে গ্রহণ করার পর বিষয়টি জানাজানি হয়ে যায়। বিতর্কিত ওই তরুণ বিয়ানীবাজার থানার একাধিক কক্ষ সাজসজ্জার কাজ করে দেন বলে জানা গেছে। এ সুবাধে নিয়মিত তার থানায় যাতায়াত ছিল।

এরপর থেকে হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া ওই তরুণের সাথে সখ্যতা গড়ে তুলেন মহিলা এএসআই । একই ঘটনায় থানার কনষ্টেবল (অপারেটর) মহি উদ্দিন এবং নারী কনষ্টেবল অপর মহিলাকে বদলী করা হয়েছে ।

বিষয়টি নিয়ে এএসআই সাথে ফোনে যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Sharing is caring!