Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক হাজতে

admin

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক হাজতে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণ মামলায় প্রেমিক মামানু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। সে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার নোয়াহাটি গ্রামের আবুল মিয়ার ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গ্রেফতার হওয়া মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানান াবের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, প্রেমের সম্পর্ করে গ্রেফতার হওয়ায় মামুন ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে।

Manual6 Ad Code

র‌্যাব জানায়, তরুণী হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানাধীন নোয়াহাটি এলাকার বাসিন্দা। ভিকটিমের বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা থাকায় আসা যাওয়ার পথে ভিকটিমের সাথে বিবাদীর গল্প হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ভিকটিমের সাথে ৪ বছর ধরে বিবাদীর সাক্ষাৎ ও কথাবার্তা হয়ে আসছে।

Manual8 Ad Code

বিবাদী ভিকটিমকে দীর্ঘদিন ধরে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ভিকটিমের সহিত একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরই প্রেক্ষিতে গত ৭ নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে বিবাদী ভিকটিমকে জরুরি কথা আছে বলে ফোন ডেকে নিয়ে যায়।

Manual1 Ad Code

বসত ঘরের পিছনের কক্ষে নিয়ে গিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিম তার পিতাকে অবহিত করলে ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন