Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তারাপুর থেকে শিল্পী ও পিংকিকে ধরলো ডিবি পুলিশ

admin

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ০৪:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ | ০৪:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
তারাপুর থেকে শিল্পী ও পিংকিকে ধরলো ডিবি পুলিশ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের বাধামুড়া এলাকার মৃত নরেন্দ্র দাসের মেয়ে শিল্পী চাষা (২১) ও একই এলাকার নিতাই চাষ্যের স্ত্রী পিংকি চাষা (৩০)।

Manual2 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগানের গোয়াবাড়ী নিতাই চাষার টিনসেড পাকা বিল্ডিংয়ের ভেতরে অভিযান পরিচালনা করে ৯৫০গ্রাম গাঁজা এবং ৩৮ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্দ নগদ ৫ হাজার ২৪০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয় এয়ার্পোট থানার মামলা নং-২৩, তারিখ- ২৫/১০/২০২৫খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) এবং ৩৬(১) এর ২৪(খ)/৪১ রুজু হয়। আসামীদ্ব‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

শেয়ার করুন