তারা যদি যেতে চায় অবশ্যই যেতে দেওয়া উচিত: মাশরাফি
২৮ মার্চ ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
স্পোর্টস রিপোর্টার:
বেশ কিছুদিন ধরেই দেশের ক্রিকেট প্রাঙ্গণের একটি কথাই বেশি চর্চা হচ্ছে তা হলো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিব-লিটন এবং মুস্তাফিজের খেলতে যাওয়ার বিষয়টি।
চলমান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ বাদ দিয়ে খেলোয়াড়দের আইপিএলে খেলতে যেতে দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়া গত রবিবার আয়াল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামার আগে বিসিবি সভাপতির সঙ্গেই সুর মিলিয়েছেন টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
তিনি বলেছেন, ‘দেশের খেলা সবার আগে’। এ নিয়ে এবার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
গতকাল বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে বোলিং করে লিস্ট ‘এ’ ক্রিকেটে সপ্তমবারের মতো ফাইফার তুলে নেন মাশরাফি। তাও আবার ১৭ রান খরচ করে। এতে করে অল্প রানের পুঁজি তারা করতে নেমে মাশরাফির দল জয় পায় ১০ উইকেটে এবং ম্যাচ সেরা হন টাইগার সাবেক এ অধিনায়ক। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইপিএলে সাকিব-লিটনদের প্রসঙ্গে কথা বলেন মাশরাফি।
টাইগার সাবেক এ অধিনায়কের মতে, তারা যদি আইপিএলে যেতে চায় তাহলে তাদের আটকানো উচিত নয়। তিনি বলেন, ‘একটা টেস্ট ম্যাচের পর হয়তো যেতে পারবে। তারপরও আমার কাছে মনে হয়, যদি টেস্ট ম্যাচ ম্যানেজেবল হয় কাউকে দিয়ে (আইপিএলে) গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু ইমোশনাল হয়ে তো লাভ নেই, তাই না?’
এসময় দলে প্রতি ম্যাচেই খেলোয়াড় বদল করে ম্যাচে নামার বিষয়টি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমরা এদিকে তো অনেক ক্রিকেটারকে বদল করে খেলাচ্ছি। খেলাচ্ছি না, তা তো নয়। শুধু ওদের ক্ষেত্রেই যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক নয়। ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত। ওরা যদি মন থেকে যেতে চায়, সেক্ষেত্রে হোয়াই নট? আয়ারল্যান্ডের সঙ্গে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, কোনোভাবে ম্যানেজ করার সামর্থ্য আমাদের আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।’
এক পর্যায়ে ক্রিকেটাররা কী চায় উল্লেখ করে ম্যাশ বলেন, ‘আমি-আপনি এখানে মন্তব্য করার চেয়ে তারা তিন জন কী চায়, এটা খোলামেলা আলাপ করা উচিত। তাদের কী মন চাইছে, তারা যদি যেতে চায়, অবশ্যই যেতে দেওয়া উচিত। দিন শেষে, সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। তো শুধু শুধু আমাদের আটকে রেখে লাভ কী! যেতেই হবে বা যেতে দিতেই হবে, সেটা তো সাকিবের সঙ্গে আলোচনা করতে হবে, লিটনের সঙ্গে করতে হবে। তারা অনেক কথা বলতে পারে, ম্যানেজমেন্ট থেকেও বলতে পারে। তারপর একটা সমাধান তো হবে নিশ্চয়ই।’