Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলায় হোটেল সিলগালা, পাঁচ নারী-পুরুষ আটক

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
তালতলায় হোটেল সিলগালা, পাঁচ নারী-পুরুষ আটক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর তালতলার একটি আবাসিক হোটেল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। অনৈতিক কাজের অভিযোগে ওই পাঁচজনকে আটকের পর হোটেলটিও সিলগালা করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে তালতলাস্থ হোটেল বিলাসে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো- রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)।

Manual8 Ad Code

অভিযানকালে হোটেল বিলাস সিলগালা করা হয়। এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ সিলগালা করেছিল পুলিশ।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর সকল হোটেল মালিকদের সাথে বৈঠক করে নিয়ম মেনে বৈধভাবে ব্যবসা করার আহŸান জানিয়েছিলেন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। এরপরও যারা নির্দেশনা না মেনে হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার তালতলাস্থ হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ নারী-পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি সিলগালা করা হয়।

Manual2 Ad Code

শেয়ার করুন