Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমায় ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার ৩ তলা ভবনের ছাদে ফুটবল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় চন্ডিপুল এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত শিশু আব্দুল ওয়াহাব (১২) বগুড়া জেলার ধনুঠ থানার সৈলমারি উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাদের পরিবার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ভবনে ভাড়া থাকতো।

Manual2 Ad Code

পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, আব্দুল ওয়াহাবসহ কয়েকজন শিশু সোমবার বিকালে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ভবনের ছাদে উঠে ফুটবল খেলতে শুরু করেন। সন্ধ্যায় বাকিরা বাসায় ফিরলেও ওয়াহাব না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার রক্তাক্ত দেহ নিচে পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি বলেন- পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন