দুই নারীর হাতব্যাগে ২ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণ

Daily Ajker Sylhet

admin

০৩ সেপ্টে ২০২৪, ০১:১৭ অপরাহ্ণ


দুই নারীর হাতব্যাগে ২ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণ

স্টাফ রিপোর্টার:
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই নারীকে প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের সোনার বারসহ আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) করে সোমবার সকাল পৌনে ৯টায় শাহজালালে আসার পর তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- ছনিয়া আক্তার ও ছালমা বেগম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের উপ-পরিচালক মিজানুর রহমান তাদের কাছ থেকে সোনা উদ্ধারের তথ্য দেন।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে সোমবার সকাল শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ওই দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। পরে বিমানটি অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে ওই দুই নারীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুটি হাতব্যাগ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হলে সেখানে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিলে ২৪টি সোনার বার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলেছে, উদ্ধার করা বারগুলোর ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা। জব্দ করা সোনা ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে এবং আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!