প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ | ১১:২১ পূর্বাহ্ণ
ফলো করুন-
Manual4 Ad Code
দৃষ্টিনন্দন নাগলিঙ্গম গাছ। এর গোড়া ফুঁড়ে বের হওয়া লম্বা লতার মতো ছোট ছোট হাজারও কুঁড়ি। এই কুঁড়িগুলো থেকে নাগলিঙ্গমের ফুল ও গোলাকার ফল ধরেছে। এই ফুল ও ফল প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে অনেক গুণ।