Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

admin

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে, তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

Manual2 Ad Code

চিফ প্রসিকিউটর জানান, র‍্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করানোর আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। অথচ আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সঙ্গে ‘মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা’ করছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন—এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র‍্যাবে কর্মরত অবস্থায় গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাই বিশেষ সুবিধার দাবি আদালত খারিজ করেছে।

Manual6 Ad Code

আদালত আরও উল্লেখ করেন, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে তারা অন্য আসামিদের মতোই আইনানুগ সুবিধা পাবেন, অতিরিক্ত নয়।

Manual7 Ad Code

শেয়ার করুন