Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল আনাসের

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল আনাসের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে এসে ডোবায় পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু আনাসের। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

জানা গেছে, সম্প্রতি আনাস তার পিত্রালয় সুদুর ফেনী থেকে মায়ের সাথে ওই গ্রামের (বড়বন্দ) নানা হানিফ খার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ওই বাড়ির আঙিনায় খেলা করছিল আনাস। পরে কোনো এক সময়ে বাড়ির সকলের অজান্তে সে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে তলিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে বিকাল ২টার দিকে প্রতিবেশী এক মহিলা ওই ডোবায় আনাসের ভাসমান নিথর দেহ দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশু আনাসের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শেয়ার করুন