Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা, আসামি শাহীন মোড়ল

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা, আসামি শাহীন মোড়ল

Manual7 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসাছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি শাহীন মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সিলেট শহর থেকে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

সে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল মালেকের পুত্র।

Manual5 Ad Code

উল্লেখ্য, বুধবার দুপুরে প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলে বখাটে সালাউদ্দিন ওরফে শাহীন মোড়লের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুষ্ঠু বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর অভিভাবক।

Manual4 Ad Code

জানা যায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মধ্যাহ্ন বিরতিতে সহপাঠী তিন বান্ধবীসহ বাড়ি ফেরার পথে এলাকার বখাটে শাহীন মোড়ল স্থানীয় পেশকারগাঁও ছিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির জনৈক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এক পর্যায়ে সহপাঠী বান্ধবীদের শোর চিৎকারে পালিয়ে যায় বখাটে। পরদিন ক্লাস বর্জন করে বখাটে শাহীন মোড়লকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্বাসে ক্লাসে যোগ দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পরে ওইদিন বিকালেই লম্পট শাহীন মোড়লের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন নির্যাতিতা ছাত্রীর অভিভাবক।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

শেয়ার করুন