Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে ১ মাস আটকে রেখে ধর্ষণ

admin

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে ১ মাস আটকে রেখে ধর্ষণ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়া (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

Manual8 Ad Code

র‌্যাব মামলা সূত্রে জানায়, ভিকটিম দোয়ারাবাজারের জনতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে লিটন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তায় খারাপ আচরণ করত। মান-সম্মানের ভয়ে ভিকটিমের পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

Manual7 Ad Code

পরে গত ১৫ জুলাই রাত ৮টার দিকে ভিকটিম নিজ বাড়ির পাশের নলুয়া মরা নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে তাকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়।

Manual2 Ad Code

দীর্ঘ এক মাস পর ১৮ আগস্ট ভিকটিমের বাবা জানতে পারেন যে, লিটন মিয়া মেয়েটিকে নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে।

Manual2 Ad Code

ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লিটন তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই লিটন পলাতক ছিল। পরে র‌্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের মতো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন