Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী রোহান

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০৩:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ০৩:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী রোহান

Manual8 Ad Code

নিউজ ডেস্ক:
চাতালে ধান শুকানোর চিরায়ত গ্রামীণ জীবনের দৃশ্য তুলে ধরে দোহা ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তানভীর হাসান রোহান।

গত ৫ নভেম্বর কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে রোহানের হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ আব্দুর রহমান বিন হামাদ বিন জাসিম বিন হামাদ আল থানি।

Manual2 Ad Code

রোহানের পুরস্কারজয়ী ছবিটির শিরোনাম ‘ট্র্যাডিশনাল রাইস প্রসেস ইন বাংলাদেশ’। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি চাতালে তোলা হয়। ছবিটি এবারের আসরে ‘কালারস’ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। এ পুরস্কারের অর্থমূল্য ৭৫ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা।

ছবিতে তিনি শুধু শ্রমজীবী মানুষের দৈনন্দিন কর্মযজ্ঞই নয়, বরং বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সৌন্দর্য ও পরিশ্রমী মানুষের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে রোহান বলেন, বাংলাদেশ এমন এক দেশ, যার সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড় খুব গভীর। এই মিশ্রণ সবচেয়ে বেশি চোখে পড়ে চাতালের শ্রমিকদের জীবনে। বিশ্বের এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমার ছবি পুরস্কৃত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।

Manual8 Ad Code

দোহা ফটোগ্রাফি পুরস্কারের এ আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫ হাজার ২০৬ জন আলোকচিত্রী মোট ৩১ হাজার ৬৮১টি ছবি জমা দেন। ‘কালারস’ বিভাগে প্রথম হয়েছেন কাতারের শেইমা আলমিউতুয়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাহরাইনের আলি আল-কামিশ।

Manual4 Ad Code

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রোহান রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে পড়াশোনা শেষে উচ্চশিক্ষা নিতে যান যুক্তরাজ্যে। পরবর্তীতে নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব ফটোগ্রাফি থেকে আলোকচিত্র সাংবাদিকতায় ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এ পর্যন্ত তানভীর হাসান রোহান সাত শতাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। তার অর্জনের তালিকায় রয়েছে—ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ার (২০১৭ ও ২০১৮), সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, লেন্সকালচার-ম্যাগনাম ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস, সারজাহ এক্সপোজার ইন্টারন্যাশনাল, প্রি দে লা ফটোগ্রাফি এবং পিএক্সথ্রি। তার আলোকচিত্র এখন পর্যন্ত ৪৫টি দেশে প্রদর্শিত হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন