ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Daily Ajker Sylhet

admin

২১ অক্টো ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ণ


ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণীর জনৈক এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহ আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলম (২৮) কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের গুলজার মিয়ার ছেলে।
পুলিশ জানায়- গত ১৯ অক্টোবর (শনিবার) দুপুরে কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের স্থানীয় স্কুলের প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে নির্মাণাধীন বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে শাহ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে একদল পুলিশ উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলাশগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় শাহ আলমকে গ্রেফতার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!