Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

admin

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪ | ০৫:১২ অপরাহ্ণ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ | ০৫:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
১৩ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় বরিশালে রাসেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। পাশাপাশি ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির। তিনি জানান, দণ্ডিত অপরাধী রাসেল বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুরের ৮ নম্বর গুচ্ছগ্রাম মসজিদ গলির সিদ্দিক স্বর্ণকারের ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট প্রতিবেশীর ঘরে একা পেয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে রাসেল। ঘটনা ভিন্নখাতে নিতে শিশুর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে সহযোগী পলাশ মোল্লার সহায়তায় ঘরের পেছনে আড়ায় ঝুলিয়ে রাখে। শিশু কন্যার মা ঘরে এলে দুজনকে পালিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় ২৪ আগস্ট ওই শিশুর বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালত ১৪ জনের মধ্যে নয়জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি পলাশ মোল্লা শিশু হওয়ায় তার বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছে।

Manual5 Ad Code

রায়ের সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন